Uncategorized

বাসে আগুন, দুইজন আটক

| November 27, 2023

নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলা সদরের মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলে পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসের অধিকাংশ অংশ পুড়ে গেছে।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিমলিডার আশরাফুল রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply