Uncategorized

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

| December 5, 2023

নড়াইলের তালতলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) যশোর-নড়াইল-লোহাগড়া-ঢাকা সড়কের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের (গাজীপুর-জ ০৪-০২৭৭) কালনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় বাসটি তালতলা এলাকায় পৌঁছালে যশোরগামী লোকাল পরিবহন (ঢাকা মেট্রো-১৪-৯৭৭৫) গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ১০ জন আহত জন। আহতদের বেশিরভাগই লোকাল পরিবহনের যাত্রী। তাদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী বলেন, হানিফ পরিবহন অতিরিক্ত গতি থাকার কারণে এবং একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। একজন চালক আহত অন্যজন পলাতক রয়েছেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply