আইন আদালত

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

| May 6, 2024

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের উপনির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আগামী ৫ জুন ওই আসনে আপাতত নির্বাচন হচ্ছে না।

সোমবার (৬ মে) বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঝিনাইদহ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন না হিরো আলম

গত ১৬ মার্চ ওই আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পান নায়েব আলী জোয়ারদার‌।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন আব্দুল হাই।

স্বাআলো/এস

Shadhin Alo