সরকার বিরোধী প্রচারণাপত্রসহ ২ নেতা আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে সরকার বিরোধী প্রচারপত্রসহ স্বেচ্ছাসেবকলীগের ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে।

আটক নুরুজ্জামান কাগুজি (৫৫) মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালি গ্রামের মৃত শুকচান কাগুজির ছেলে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

আটককৃত অন্যজন আব্দুর রহমান গাজী (৩৬) মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা।

এসময় তাদের নিকট থেকে ১০/১২টি সরকার বিরোধী প্রচারপত্র ও মোবাইল জব্দ করা হয়। এক আ.লীগ নেতার পরামর্শে যুবলীগ সভাপতি আমিনুর রহমান প্রচারপত্রগুলো বিলিবন্টনের জন্য তাকে দায়িত্ব দিয়েছিলো বলে দাবি নুরুজ্জামানের।

প্রত্যক্ষদর্শী মিয়ারাজ হোসেনসহ স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাত নাম পরিচয়ের ব্যক্তিরা হরিনগর বাজারে সরকার বিরোধী অসংখ্য প্রচারপত্র ছড়িয়ে দিয়ে যায়। বুধবার ব্যবসায়ীরা বাজারে এসে বিষয়টি দেখতে পেয়ে নিজেদের প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। একপর্যায়ে সেখানে ধারণকৃত ভিডিওতে তাদের চিনতে পেরে বিএনপি ও যুবদল কর্মীদের সাথে নিয়ে তাদের পুলিশের হাতে উঠিয়ে দেয়।

মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদল আহবায়ক মাহফুজুর রহমান বাবু জানান, প্রচারপত্রে ড. মুহাম্মদ ইউনুস স্যারকে ফ্যাসিষ্ট আখ্যা দিয়ে তার নেতৃত্বাধীন সরকার উৎখাতের আহবান জানানো হয়েছে। একইসাথে বর্তমান সরকারকে ব্যর্থ উল্লেখ করে দেশব্যাপী তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলারও ডাক দেয়া হয়েছে।

আটক নুরুজ্জামান জানান, যুবলীগ সভাপতি আমিনুর কিছু টাকার বিনিময়ে তাকে রাতের মধ্যে প্রচারপত্রগুলো বিলির নির্দেশ দিয়েছিল। উপজেলা পর্যায়ের এক বড় এক আ’লীগ নেতা আরও অনেকের মতই আমিনুরকে এসব প্রচারপত্র হস্তান্তর করেছিল বলেও দাবি তার। আটকের পর পুলিশ যাওয়ার আগেই তাকে বিএনপির কিছু লোকজন মারধর করেছে বলে অভিযোগ করেন নুরুজ্জামান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান প্রচারপত্র সরবরাহকারীদের নাম পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের জ্ঞিাসাবাদ শেষে যথাযথ আইনে দায়েরকৃত মামলায় এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...