জাতীয়

‘অবরোধ ডেকে মাঠে নেই, ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে’

| December 4, 2023

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যারা অবরোধ ডেকেছে তাদের কেউ মাঠে থাকে না। ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে, ককটেল মারার চেষ্টা করছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিবিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন বলেন, রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে। সড়কে যানজট লেগে আছে। যারা অবরোধ ডাকছেন তাদের কেউ মাঠে থাকে না। ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে, ককটেল মারার চেষ্টা করে। তাদের আমরা গ্রেফতার করেছি। তারা স্বীকার করেছে কোনো ভাই টাকা দিচ্ছে। সেই ভাইদের আমরা গ্রেফতার করেছি।

গ্রেফতারের পর তারা আদালতে গিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছে। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে। যারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নাম্বার আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেয়া হবে না।

নির্বাচনকে সামনে রেখে বড় কোনো নাশকতার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তফসিল ঘোষণা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় কাজ করছে। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন যারা বাধাগ্রস্ত করবে, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে।

ভাঙ্গা গাড়িতে আগুন লাগালেই সব কিছু থেমে যাবে তা নয়। বিচ্ছিন্ন কিছু স্থানে আগুন লাগিয়ে মানুষকে যারা আতঙ্কিত করার চেষ্টা করলে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর এসকল বিচ্ছিন্ন ঘটনার প্রতিক্রিয়া মানুষের মাঝে নেই। মানুষ জীবনের প্রয়োজনে রাস্তায় বের হয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে আছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply