সিসিটি

সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করবেন মিম

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | May 17, 2025

সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফির (সিসিটি) প্রচারণামূলক কার্যক্রমে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছয় মডেল-অভিনেত্রী ও তিন নির্মাতাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে নোটিশপ্রাপ্ত একজন মডেল মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জাকির হোসেন ছয় মডেল-অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশার বিরুদ্ধে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

আইনি নোটিশ পাওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল মারিয়া মিম। তার দাবি, আইনজীবী জাকির হোসেন শুধুমাত্র আলোচনায় আসার (ভাইরাল হওয়ার) উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন।

এ বিষয়ে মারিয়া মিম বলেন, প্র্যাকটিসে আমি কি পরে যাবো, সেটা তো আমার চয়েস। যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি। কিন্তু পারসনালি কোথায় কি পরে যাবো সেটা আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে?

বুবলীকে চেনেন না মিমি

নিজেকে নির্দোষ দাবি করে এই মডেল বলেন, আমাদের কোনো দোষ নাই। মামলা করলে গণমাধ্যমের বিরুদ্ধে করুন। আমাদের বিরুদ্ধে কেন? খেলা চলাকালীন আমাকে যা প্রশ্ন করা হয়েছে তাই বলেছি।

অন্যদিকে, আইনজীবী জাকির হোসেনের বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মারিয়া মিম। তার দাবি, আইনজীবীর এমন কাণ্ডে তার মানহানি হয়েছে। বিশেষ করে আইনজীবীর পদক্ষেপের পর পুরোনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে, যা তার জন্য অপমানজনক।

মিম আরো বলেন, অবশ্যই আমি মানহানির মামলা করবো। কারণ অশ্লীলতা বলে যে ভিডিওগুলো ছড়িয়েছে সেগুলো ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ মুহূর্ত। যেগুলো কেউ মোবাইলে ধারণ করে ছড়িয়েছে। কিন্তু আইনজীবী যেভাবে কথাগুলো বলেছে সেভাবে আমার মানহানি হয়েছে। আইনজীবীর উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, সে ভাইরাল হওয়ার জন্যই আসছে। কারণ খেলা শেষে সে এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। আমার মনে হয়, তার আসলে কাজ নেই। সে কারণেই এমনটা করেছে।

স্বাআলো/এস