সাতক্ষীরার সাবেক এসপিসহ ১৩ পুলিশ কর্মকর্তার নামে মামলা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: জেলার কালীগঞ্জের নসু বিবি নামে এক বাক প্রতিবন্ধী নারীকে পুলিশি হয়রানি ও তাকে জমি থেকে উচ্ছেদের প্রতিবাদ করায় সাপ্তাহিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সম্পাদক বাদশা মিয়াকে নড়াইল থেকে তুলে এনে পুলিশ হেফাজতে নির্যাতনের পর সাতক্ষীরা শহরের কামাননগর বাইপাস সড়কের শফিকুলের দোকানের সামনে থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দেখিয়ে মিথ্যা মামলা দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বাদশা মিয়ার বাবা ডাঃ নূর ইসলাম বাদী হয়ে ২০১৩ সালের হেফাজতে নির্যাতন ও মৃত্যু (নিবারন) আইনের ১৫ (১) ধারায় প্রতিকার চেয়ে সাতক্ষীরার তৎকালীন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ ১৩ জন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে সোমবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা (পিটিশন-৬) দায়ের করেন।

বিচারক চাঁদ আব্দুল আলীম আল রাজী নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারন) আইন ২০১৩ এর ৫(৫) ধারা অনুযায়ী ডিআইজি খুলনাকে একই আইনের ২(৩), ২(৪),২(৫), ২(৭), ৭(১), ৮(১), ১৩(১), ১৪(১) ধারা মতে উল্লেখিত আইনে বর্ণিত ধারার আলোকে তিনি নিজে অথবা অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পদমর্যাদার নীচে না এমন কোনো পুলিশ কর্মকর্তার মাধ্যমে অভিযোগের তদন্ত করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

অপর আসামিরা হলেন, কালীগঞ্জ সার্কেলের তৎকালীন সহকারি পুলিশ সুপার মোহাইমিনুল রহমান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেলোয়ার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুরহানউদ্দিন, গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আরিফুর রহমান ফরাজী, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহসীন আলী তরফদার, সদর থানার উপপরিদর্শক মোস্তফা আলম, উপপরিদর্শক মানিক কুমার সাহা, কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, একই থানার উপপরিদর্শক তারিকুল ইসলাম, গোয়েন্দা পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম ও উপপরিদর্শক জিয়াউর রহমান।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা শহরের মধু মোল্লারডাঙীর পাইলস ডাক্তার হিসেবে পরিচিত ডাঃ নূর ইসলামের ছেলে বাদশা মিয়া সাপ্তাহিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সম্পাদক। কালীগঞ্জের বাক প্রতিবন্ধী নসু বেগমকে তৎকালীন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে কালীগঞ্জ সার্কেলের তৎকালীন সহকারি পুলিশ সুপার মোহাইমিনুল রহমান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বসতবাড়ি থেকে উচ্ছেদ করেন। এ ঘটনা জানতে চাইলে পুলিশ বাদশা মিয়াকে গালিগালাজ করে ক্রসফায়ারের হুমকি দেয়। একপর্যায়ে নসু বিবিি ২০২১ সালের ১১ এপ্রিল সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে পুলিশ তাকে বাড়িতে যেয়ে হুমকি ধামকি দেয়। একপর্যায়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের ৪ মার্চ সকাল ৮টায় নসু বিবি মারা যান। ২০২১ সালের ৩০ এপ্রিল রাত ১১টার দিকে নড়াইল জেলার কলবাড়িয়া ইউনিয়নের পারোখালি হাইস্কুলের সামনে থেকে বাদীর ছেলে বাদশা মিয়া, বাদির ভাইপো মাসুদ পারভেজ ও জাহানুর হোসেনকে দুইটি মাইক্রোবাস যোগে সাদা পোশাক পরিহিত পুলিশ সাতক্ষীরায় নিয়ে আসে। পরে বাদশাকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে চারজন পুলিশ হাত ও পা ধরে রেখে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বেতের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করেন। ২০২১ সালের ১ মে বাদশা মিয়াকে বাইপাস সড়কের কামাননগরের শফিকুলের দোকানের সামনে এনে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দেখিয়ে অস্ত্র ও ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা দিয়ে জেলে পাঠানো হয়। এর অগে বাদশার কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায় করে পুলিশ। এ ছাড়াও তাকে সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ থানার কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়। রিমান্ডে ভয় দেখিয়ে বাদশার কাছ থেকে কয়েক দফায় তিন লাখ টাকা আদায় করা হয়। এরপর থেকে বাদী ও তার পরিবারের সদস্যরা এক বছরের বেশি সময় ধরে পলাতক ছিলেন। বাদশা উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পরও সদর থানায় ডেকে এনে পাঁচ লাখ টাকা আদায় করে একটি এফিডেফিডে সাক্ষর করানা হয়। তখন পরিস্থিতি অনুকুলে না থাকায় মামলা করা সম্ভব না হলেও বর্তমানে পরিস্থিতি অনুকুলে থাকায় মামলা দায়ের করতে বিলম্ব হলো।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শার্শার সাবেক ইউপি চেয়ারম্যান তোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার ১০ নম্বর ইউনিয়ন পরিষদের...

আমরা যুদ্ধাবস্থায় আছি: প্রধান উপদেষ্টা

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্রও ততই তীব্র হচ্ছে উল্লেখ...

যশোরে সন্তানকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামের...

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...