রংপুর ব্যুরো: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার (২৭ জুলাই) জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম,মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও আ’লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাছিমা জামান ববি, রংপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক,সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস, মহানগর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল কবির বাটুল, সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,সদস্য সাইফুল ইসলাম সুইট, মহানগর স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হযরত আলী ছোটন,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আকিব আহমেদ তুর্য প্রমুখ।
স্বাআলো/এস/বি