যশোর সদরে চেয়ারম্যান নির্বাচিত হলে নাগরিক সেবা দ্বারে দ্বারে পৌছে যাবে: বিপুল

| May 31, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদের দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, যশোরের ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের খেদমত করার জন্য তিনি প্রার্থী হয়েছেন। মানুষের পাশে থেকে বিপদ-আপদের সাথী হতে চান। মানবসেবাই তার রাজনীতির মূল উদ্দেশ্যে। বিজয়ী উপজেলাবাসীকে ভালো রাখার জন্য সমস্ত প্রয়োজনীয় ভালো পদক্ষেপ তিনি গ্রহণ করবেন ও বাস্তবায়ন করবেন। উপজেলাবাসীর স্বার্থই হবে তার স্বার্থ। উপজেলাবাসীর ক্ষতি হয় এমন ধরনের কোনো পদক্ষেপ তিনি নিবেন না। উপজেলাবাসীকে ভালো রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ মে) নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়ায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

আনোয়ার হোসেন বিপুল বলেন, আমি একটি বার চেয়ারম্যান হওয়ার সুযোগ পেলে নাগরিক সেবা দ্বারে দ্বারে পৌছে যাবে। কোনো নাগরিক হয়রানি বা দুর্ভোগে পড়বেন। নাগরিকদের আত্মসম্মান নিয়েও কেউ ছিনিমিনি খেলতে পারবেন না। দুষ্কৃতিকারীদের চিরবিদায় হবে। সম্মান নিয়ে, শান্তিপূর্ণ পরিবেশে সবাই বসবাস করতে পারবেন।

বিজয়ী হলে যশোর সদরে প্রধানমন্ত্রীর নির্দেশিত শতভাগ উন্নয়ন বাস্তবায়িত হবে: বিপুল

নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল, জেলা তাঁতীলীগের সভাপতি রেজাউল ইসলাম, যুবলীগ নেতা কামাল হোসেন হিরা, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসান মাসুদ ও নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক নূর ইসলাম আলো।

এর আগে আনোয়ার হোসেন বিপুল যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডে চাঁচড়া ডালমিল অঞ্চলে নির্বাচনী পথসভা করেন। এছাড়াও নওয়াপাড়া ইউনিয়নে তালবাড়িয়া শান্তির মোড়, ছোট শেখহাটি, বড় শেখহাটিসহ বিভিন্ন মোড়ে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।

স্বাআলো/এস