চুয়াডাঙ্গায় ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় ভ্যানের ধাক্কায় ফাহিম নামের তিন বছরের এক শিশুপুত্র মারা গেছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধায় বোনের সাথে মেছওয়াক কাটতে যাওয়ার সময় ভ্যানের নীচে চাপা পড়ে ফাহিম। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যায়।
ফাহিম (৩) আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুর গ্রামের কাঠ মিস্ত্রি বিল্লাল হোসেনের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানান, ইফতারের আগে ফাহিম তার বোনের সাথে মেছওয়াক কাটতে যাচ্ছিলো। বাড়ির সামনে রাস্তার উপর পৌঁছলে ফাহিম বোনের হাত থেকে ছিটকে গিয়ে ভ্যানের নীচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া নেয়ার পথিমধ্য মারা যায়।
এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইফতারের আগে ফাহিম নামের শিশু সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে।
আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।
স্বাআলো/এসআর