স্বাস্থ্য বিভাগে সারাদেশে সিভিল সার্জন পদে বড় রদবদল হয়েছে। ৪১ জেলায় পদায়ন করা হয়েছে নতুন সিভিল সার্জন। একই সাথে ২৯ জেলার সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের ইতিহাসে সিভিল সার্জন পদে এতো বড় রদবদল এই প্রথম এবং বিরল ঘটনা বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
খুলনা বিভাগের পাঁচটি জেলায় নতুন সিভিল সার্জন পদায়ন ও দুইটি জেলার সিভিল সার্জন ওএসডি হয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখার উপসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে পদায়ন এবং ওএসডির আদেশ জারি করা হয়েছে ২ মার্চ।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ৪৫.০০.০০০০.১৪৮.১১.০০২.২৩-১৬৮ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে ১২ জেলায় নতুন সিভিল সার্জন পদায়ন করা হয়েছে। এরমধ্যে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহফুজা খাতুনকে খুলনা জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব), বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আ,স,মাহবুবুল আলমকে বাগেরহাট জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ও কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামানকে ঝিনাইদহের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
একই সাথে ৪৫.০০.০০০০.১৪৮.১১.০০২.২৩-১৭০ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে ২৯ জেলায় নতুন সিভিল সার্জন পদায়ন করা হয়েছে। এরমধ্যে খুলনা জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেনকে কুষ্টিয়ার সিজিল সার্জন (চলতি দায়িত্ব) ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার একেএম আবু সাঈদকে মেহেরপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
৪৫.০০.০০০০.১৪৮.১১.০০২.২৩-১৬৮ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে নতুন সিভিল সার্জন পদে পদায়িত ১২ জনকে ৬ মার্চ ও ৪৫.০০.০০০০.১৪৮.১১.০০২.২৩-১৭০ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে ২৯ জনকে ৯ মার্চ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ৪৫.০০.০০০০.১৪৮.১১.০০২.২৩-১৬৯ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে ওএসডি হওয়া ২৯ জেলার সিভিল সার্জনের মধ্যে খুলনা বিভাগের দুইটি জেলার কর্মকর্তা রয়েছেন। তারা হলেন- কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার আকুল উদ্দিন ও মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার মহীউদ্দিন আহমেদ। ওএসডি করা ২৯ সিভিল সার্জনকে ৬ মার্চ স্বাস্থ্য অধিদফতরে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ মান্য না করলে ৯ মার্চ তারা স্টান্ডরিলিজ হয়ে যাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্বাআলো/এস