খেলাধুলা

ক্লাব বিশ্বকাপের পর্দা উঠছে: উদ্বোধনী ম্যাচে মেসির মায়ামি বনাম আল আহলি

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক | June 14, 2025

রাত পোহালেই যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠছে ক্লাব ফুটবলের জমজমাট আসর ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের ২১তম আসরে অংশ নিচ্ছে ৩২টি দল, যাদেরকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে মিশরের ক্লাব আল আহলি এবং যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি, যেখানে খেলছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

রবিবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডার ফোর্ট লডারডেলের স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে এই দুই দল।

এই মেগা ইভেন্টের গ্রুপ পর্ব চলবে ২৭ জুন পর্যন্ত। এরপর দুই দিনের বিরতি দিয়ে ২৯ জুন থেকে শুরু হবে নকআউট পর্বের খেলা, যা শেষ ষোলো নামে পরিচিত। শেষ ষোলোর ম্যাচগুলো চলবে ২ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে ৫ ও ৬ জুলাই। এরপর ৯ ও ১০ জুলাই হবে দুটি সেমিফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১৪ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৩২টি দলকে যেভাবে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে তা নিচে দেয়া হলো:

গ্রুপ এ: ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র), আল আহলি (মিশর), এফসি পোর্তো (পর্তুগাল) ও এসই পালমেইরাস (ব্রাজিল)।
গ্রুপ বি: পিএসজি (ফ্রান্স), অ্যাতলেটিকো মাদ্রিদ (স্পেন), বোতাফোগো (ব্রাজিল) ও সিয়াটেল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র)।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ (জার্মানি), অকল্যান্ড সিটি (নিউজিল্যান্ড), বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা) ও এসএল বেনফিকা (পর্তুগাল)।
গ্রুপ ডি: চেলসি (ইংল্যান্ড), ফ্ল্যামেঙ্গো (ব্রাজিল), এস্পেরেন্স ডি তিউনিস (তিউনিসিয়া) ও এলএএফসি (যুক্তরাষ্ট্র)।
গ্রুপ ই: ইন্টার মিলান (ইতালি), রিভার প্লেট (আর্জেন্টিনা), সিএফ মন্টেরে (মেক্সিকো) ও উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান)।
গ্রুপ এফ: বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি), ফ্লুমিনেন্স (ব্রাজিল), উলসান এইচডি (দক্ষিণ কোরিয়া) ও মামেলোডি সানডাউনস (দক্ষিণ আফ্রিকা)।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), জুভেন্টাস (ইতালি), আল আইন এফসি (সংযুক্ত আরব আমিরাত) ও ওয়াইদাদ এসি (মরক্কো)।
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ (স্পেন), আল হিলাল (সৌদি আরব), সিএফ পাচুকা (মেক্সিকো) ও এফসি সালজবার্গ (অস্ট্রিয়া)।
ক্লাব ফুটবলের অন্যতম বড় এই টুর্নামেন্ট ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

স্বাআলো/এস

Shadhin Alo