খুলনা বিভাগ

মণিরামপুরে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, কলেজছাত্র নিহত

| November 17, 2024

যশোরের মণিরামপুরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামে কলেজছাত্র নিহত হয়েছেন।

রবিবার (১৭ নভেম্বর) যশোর-চুকনগর সড়কের বেলতলা ইউছুপের চাতাল নামক স্থানে এই দুঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিমি খাতুন নামে আরেক ছাত্রী আহত হন। আহত রিমিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মারুফ উপজেলা মুম্সিখানপুর গ্রামের হাসান আলির ছেলে। আহত রিমি একই গ্রামের ইলিয়াস উদ্দীনের মেয়ে।

স্থানীয়রা জানান, এদিন নিহত মারুফ মোটরসাইকেলে করে পৌর শহরের দিকে যাচ্ছিলো। সকাল সাড়ে ১০টার দিকে বেলতলা নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারুফ নিহত হন। আর সাথে থাকা রিমি খাতুন গুরুতর আহত হন। তবে ঘাতক পিকআপটি জনগণ আটক করতে পারেনি। তারা দুইজন মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

স্বাআলো/এস

Debu Mallick