ঢাকা অফিস: কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দিয়েছে।
মেট্রোরেলের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও সড়ক, রেল ও নৌপথসহ সব ধরনের যোগাযোগ পথ বন্ধ রাখার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।
তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন কর্মসূচির আওতামুক্ত থাকবে।
শাটডাউনে মেট্রোরেল চলবে কিনা জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, আমাদের সিদ্ধান্ত, চলবে। বাকিটা সময় বলে দিবে।
বুধবার (১৭ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত বলেন, শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বাদে সড়কে কোনো গাড়ি চলবে না।
স্বাআলো/এস