শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, সাংবাদিক ও পুলিশসহ আহত ১০

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: লালমনিরহাটে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিক, এক পুলিশ সদস্যসহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৮ ডিসেম্বর) জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর থানার উপ পরিদর্শক রাশেদ হোসেন, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না ও আজকের দর্পণের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম রতন, বাবুল গ্রুপের বাবুল মিয়াসহ উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়। আহত শ্রমিকদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, লালমনিরহাট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পুরনো রেজিস্ট্রেশন নম্বর (২৪৯৩) বহাল রাখার দাবিতে শ্রমিক নেতা বাবলুর নেতৃত্বে একটি পক্ষ মিছিল নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে দিকে আসতে থাকে।

এ সময় টার্মিনালে অপর পক্ষ একই সংগঠনের নতুন রেজিষ্ট্রেশন পাওয়ার প্রক্রিয়া নিয়ে একটি সমাবেশ করছিলো। শ্রমিক নেতা বাবুলের নেতৃত্ব দেয়া মিছিলটি লালমনিরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালে উভয় পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে ইট-পাটকল ও পরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য, দুই সংবাদকর্মীসহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, শ্রমিকদের দুই গ্রুপের ভিন্ন দুটি কর্মসূচি থেকে উত্তেজনা শুরু হয়। পুলিশ মাঝামাঝি অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও ইটপাটকেলের আঘাতে পুলিশ, সাংবাদিক সহ উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: সাতক্ষীরায় ৫ সেনা সদস্য আহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে...

পারভেজ হত্যার প্রতিবাদে চৌগাছায় ছাত্রদলের মানববন্ধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও...

ভেঙে ফেলা হবে ঢাকার ৩৩৮২ ভবন

ঢাকা অফিস: রাজধানী ঢাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ৩৩৮২টি...

চৌগাছায় মানবপাচার প্রতিরোধে রেফারেল নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে...