জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘এক আত্মা এক প্রাণ’ আমরা সবাই চুরাশিয়ান এই স্লোগান নিয়ে একটি অরাজনৈতিক সংগঠন ‘আমরা-৮৪’ পটুয়াখালী বন্ধুদের পক্ষ থেকে নবগঠিত পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালীর চুরাশিয়ান বন্ধুরা।
শনিবার (১১ জানুয়ারি) পটুয়াখালীী প্রেসক্লাব মিলনায়তনে ‘আমরা-৮৪’ পটুয়াখালী চুরাশিয়ান বন্ধু আলমগীর হোসেন বাচ্চুর সঞ্চালনে বক্তব্য রাখেন- চুরাশিয়ান বন্ধু মনিরুল ইসলাম লিটন, লায়লা ইয়াসমিন, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক চুরাশিয়ান বন্ধু জাকির হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, পটুয়াখালী প্রেসক্লাবের নব-গঠিত কমিটির সদস্য সচিব গোলাম রহমান।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, গোলাম কিবরিয়া, স্বপন ব্যানার্জী, কাজল রবণ দাস, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য চুরাশিয়ান বন্ধু জাহাঙ্গীর হোসেন, সদস্য মশিউর রহমান বাবলু, সাংবাদিক শংকর দাস, মনির হোসেন বাদল, জাকির মাহমুদ সেলিম, মুজাহিদুল ইসলাম নান্নু, শফিকুল ইসলাম সুমন, আতিকুল আলম সোহেল, নয়ন, তনু, রাজীব, অপূর্বসহ ‘আমরা-৮৪’ পটুয়াখালীর অর্ধশত চুরাশিয়ান বন্ধুরা।
স্বাআলো/এস