ডাকাতির প্রস্তুতিকালে চৌগাছার সাবেক কাউন্সিলরসহ আটক ৪

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চৌগাছা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে জিএম মোস্তফাকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস উদ্ধারের পর জব্দ করা হয়।

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালী মডেল থানায় দুইটি মামলা হয়েছে। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করে ডিবি।

আটককৃতরা হলেন, চৌগাছা পৌরসভার (পৌর পরিষদ বাতিল করার আগের) ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে জিএম মোস্তফা, মাইক্রো চালক উপজেলার আফরা গ্রামের (বর্তমানে চৌগাছা পৌরসভার কালিতলা এলাকার ভাড়াটিয়া) রকি বিশ্বাস, যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা গ্রামের মিজানুর রহমান ও চুড়ামনকাটি গ্রামের ফিরোজ আহাম্মেদ। এদের মধ্যে গোলাম মোস্তফা ও মিজানুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এঘটনায় যশোর কোতোয়ালী থানায় দুইটি মামলা হয়েছে।

ডিবি সূত্র আরো জানায়, তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় খুন, ছিনতাই, অপহরণ, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

কাউন্সিলর মোস্তফা এরআগে ২০২২ সালে চোরাচালানের স্বর্ণ ডাকাতিকালে র‌্যাব-৬ এর হাতে কাউন্সিলর মোস্তফাসহ তার সহযোগীরা গ্রেফতার হন।

আটকের বিষয় নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিক সাংবাদিকদের বলেন, আটকদের দুইজন চৌগাছা উপজেলার, একজন সদর উপজেলার চুড়ামনকাটি এবং অন্যজন নতুন খয়েরতলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ রয়েছে। আটকদের দুইজন সেনাবাহিনীর সাবেক সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে বলেও জানান তিনি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

সাতক্ষীরা উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান, আহত চার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একটি ভয়াবহ...

যশোরে দুই নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে...