মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন অর্থ উপদেষ্টা

ঢাকা অফিস | May 20, 2025

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তবে এ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেছেন।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, আগামী ২০২৫-২৬ নতুন অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। কিন্তু এই ঘোষণা ও বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।

তিনি আরো জানান, মহার্ঘ ভাতা দেয়ার জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে। তবে কত শতাংশ হারে এই ভাতা দেয়া হবে, তা পরে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেয়া হবে।

স্বাআলো/এস