Uncategorized

ঘরের ওপর গাছ পড়ে ঘুমন্ত অবস্থায় দুইজনের মৃত্যু

| November 19, 2023

কুমিল্লার লালমাইয়ে ঘরের ওপর গাছ পড়ে ঘুমন্ত অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোরা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন হলেন, ধানোরা গ্রামের বাসিন্দা ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ির আনোয়ারা বেগম (৭০)।

শনিবার বিকেলে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে বলে জানিয়েছেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাস।

এলাকাবাসী জানান, ইয়াসিন তার মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে থাকতেন। শুক্রবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড়ের আঘাতে টিনের ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। একই দিন রাত ৩টার দিকে গাছ ভেঙে ঘরের ওপর পড়লে আনোয়ারা বেগমের মৃত্যু হয়।

ইউএনও মৌমিতা দাস জানান, ঘূর্ণিঝড়ের সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ঘুমন্ত অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। দুই পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply