জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে অর্ণব চৌধুরী ও এডিশন সাহা নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) তবলছড়ি-আসামবস্তি সড়কের পাশে কাপ্তাই হ্রদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অর্ণব চৌধুরী রাঙ্গামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র অর্ণব চৌধুরী ও এডিশন সাহা রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের একই শ্রেণির।
এ ঘটনায় তাদের আরেক বন্ধু শিবম সাহা আহত হয়েছে। সে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিক্যালে রেফার করা হয়েছে। তারা সবাই শহরের মাস্টার কলোনির বাসিন্দা।
স্থানীয় কুদ্দুস আলী বলেন, আমি তবলছড়ি ভুট্টা মিলে কাজ করি। হঠাৎ শুনতে পাই কে যেনো পানিতে পড়ে গেছে। তখন সেখানে গিয়ে পানিতে নেমে একে একে তিনজনকে উদ্ধার করি। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক তিশা চাকমা বলেন, তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা করে দেখতে পাই দুইজন আগেই মারা গেছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে রেফার করা হয়।
স্বাআলো/এস