পুকুরে গোসলে নেমে ২ বোনের মৃত্যু

| June 1, 2024

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াফি (৮) ও ইশা (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। তারা আপন দুই বোন।

শনিবার (১ জুন) তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে।

তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল সেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী বলছে, ইয়াফি ও ইশা তারা কোহিত গ্রামের হজরত আলীর মেয়ে। কোহিত গ্রামের হযরত আলীর মেয়ে ইয়াফি ও ইশা গোসল করার জন্য বাড়ির পাশের পুকুরে নামে। অনেক সময় বাড়িতে না আসায় তার মা তাদের খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন মা। সেখান থেকে দুই বোনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

স্বাআলো/এস