খুলনায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তপন সাহা (৫৫) নামে এক মুড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নগরীর আড়ংঘাটা থানাধীন লতা বাইপাস সড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহত তপন সাহা ডুমুরিয়া উপজেলার মধুগ্রামের জনৈক ধীরেন্দ্র নাথ সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুড়ি ব্যবসায়ী তপন সাহা আড়ংঘাটা থানাধীন লতার বাইপাস সড়কের সাইড দিয়ে যাচ্ছিলেন। এমন সময়ে একটি দ্রুতগামী ট্রাক তাকে স্বজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়েন। তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তুহিনুজ্জামান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রাণ গ্রুপের ট্রাকটি তাকে ধাক্কা দিয়েই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বাআলো/এস