চৌগাছায় অ্যাম্বুলেন্স চাপায় শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় অ্যাম্বুলেন্স চাপায় আফরোজা খাতুন ওরফে রেশমা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রেশমা উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের আরিফ ইসলামের মেয়ে এবং তজবীজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮.১৫ মিনিটের দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের তজবীজপুর বাজার মোড়ে এ দুঘর্টনা ঘটে। একই অ্যাম্বুলেন্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ৮.৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটি মঙ্গলবার রাত ৮.১৫ মিনিটের দিকে নানীর সাথে রাস্তা পার হচ্ছিলো। এ সময় ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে চৌগাছা-কোটচাঁদপুর সড়ক হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্স (যার নম্বর-ঢাকা মেট্রো-ছ-৭১-০৪৮৪) আফরোজাকে ধাক্কা ও চাপা দিলে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে ওই অ্যাম্বুলেন্সে করেই দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮.৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটির মৃত্যুর খবরে অ্যাম্বুলেন্স চালক চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে রাস্তার পাশেই একটি ট্রাকে পেয়ারা (ঢাকায় নেয়ার জন্য) লোড হচ্ছিলো। ট্রাকটি রাস্তাকে আড়াল করে রাখায় শিশুটি ও অ্যাম্বুলেন্স চালক কেউই কাউকে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার জুলকার ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শার্শার সাবেক ইউপি চেয়ারম্যান তোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার ১০ নম্বর ইউনিয়ন পরিষদের...

আমরা যুদ্ধাবস্থায় আছি: প্রধান উপদেষ্টা

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্রও ততই তীব্র হচ্ছে উল্লেখ...

যশোরে সন্তানকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামের...

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...