খুলনা বিভাগ

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | October 20, 2025

যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহারুল ইসলাম (৩) নামে বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) উপজেলার বড়েঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার সকালে উপজেলার বড়েঙ্গা গ্রামের মোল্লাপাড়ায় জিয়ারুল ইসলামের বাড়ির পাশে বিদ্যুতের একটি তার ছিড়ে পড়ে। অভিভাবকদের অসতর্কতায় ওই তারে স্পর্স লেগে তার মৃত্যু হয়।

শিশুটির চাচা মতিয়ার রহমান বলেন, বাড়ির সকলের অগোচরে শিশুটি ছিড়েপড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যায়।

স্বাআলো/এস

Shadhin Alo