জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার শ্যামনগরে মৎস্য প্রজেক্টের পুকুরের পানিতে ডুবে অপু মণ্ডল নামে এক ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) উপজেলার হরিনগর (ছোটভেটখালী) গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ঘের কর্মচারী অপু মণ্ডল হলো খুলনা জেলার বটিয়াঘাটা থানার বারআড়িয়া গ্রামে হরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে।
সাতক্ষীরায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
পুলিশ জানায়, উপজেলা হরিনগর (ছোটভেটখালী) গ্রামে আব্দুস সাত্তার মোড়লের মৎস্য প্রজেক্টে কাজ করতো অপু মণ্ডল। মঙ্গলবার মৎস্য প্রজেক্টের পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে অন্যান্য কর্মচারীরা। ধারণা করা হচ্ছে পুকুরে গোসল করতে নামার পর পানিতে ডুবে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস