মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

| May 30, 2024

জেলা প্রতিনিধি, মেহেরপুর: জেলার গাংনীতে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুতায়িত হয়ে রানা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার ধানখোলার গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

রানা ধানখোলা গ্রামের ভুসিমাল ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।

বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের বীজতলায় সেচ দেয়ার জন্য গ্রামের মাঠে বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে যায় রানা। এ সময় সেচ পাম্পের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টা নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদিলা আজহার আরশী।

স্বাআলো/এস