খুলনা বিভাগ

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

| January 16, 2025

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় আতাউর মৃধা (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আতাউর মৃধা নড়াইলের কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মোন্তাজ মৃধার ছেলে।

মৃতের চাচাতো ভাই মনজুরুল মৃধা জানিয়েছেন, আতাউর এদিন সকালে মোটরসাইকেলে যশোরের উদ্দেশ্যে রওনা হন। পথে শহরের ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা এবং পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বাআলো/এস

Debu Mallick