নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরের পল্লীতে মোটরসাইকেলের ধাক্কায় হরিপদ শীল (৫৫) নামে একজন সেলুন মালিক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার পর উপজেলার দাসেরহাট বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, খাকুন্দি গ্রামের মৃত সন্তোষ শীলের ছেলে হরিপদ শীল শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বাইসাইকেলযোগে দাসেরহাট বাজারে নিজ সেলুনে যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
স্বাআলো/এস