চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় খাইরুল ইসলাম (৪৫) নামে এক করিমন চালকের মৃত্যু হয়েছে।
নিহত খাইরুল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে।
রবিবার (৭ জুলাই) চৌগাছা পৌরসভার ইছাপুর পূর্বপাড়া জামে মসজিদের পাশে দুর্ঘটনার পর দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌগাছায় শিশু ধর্ষণের অভিযোগে ভ্যান চালকের বিরুদ্ধে মামলা
থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, খাইরুল নিজের করিমন চালিয়ে বারোবাজার থেকে চৌগাছায় আসছিলেন। পথিমধ্যে চৌগাছা-বারোবাজার ভায়া আড়পাড়া সড়কের চৌগাছা পৌরসভার ১নং ওয়ার্ডের ইছাপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে পৌছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তার করিমনটিকে ধাক্কা দেয়। এতে তিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি শিমুল গাছে মেরে দেন। এতে করিমন চালক খাইরুল মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
পরে পুলিশ দুর্ঘটনাকবলিত করিমনটি উদ্ধার করে থানায় নিয়েছে। অন্যদিকে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস