Uncategorized

ইতেকাফ অবস্থায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

| April 7, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশালে ইতেকাফরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে আনিছুর রহমান ভুট্টু (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

তিনি উপজেলার আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

শনিবার (৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে ত্রিশাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

আনিছুর রহমানের বেয়াই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, গত ২১ রমজান কেন্দ্রীয় জামে মসজিদে তিনি ইতেকাফ বসেন। কয়েক দিন ধরে দিন উনার শরীরটা ভালো যাচ্ছিলো না। মসজিদেই প্রাথমিক চিকিৎসা চলছিলো। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

বিএনপি রমজানে একজন গরিব মানুষকেও সাহায্য করেনি: কাদের

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমিরাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টু ইতেকাফরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আনিছুর রহমান ভুট্টু ২০১৬ থেকে ২০২১ সাল আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

রবিবার (৭ এপ্রিল) উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম গ্রামের নিজবাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

স্বাআলো/এস

Shadhin Alo