হিটু শেখের মৃত্যুদণ্ড, খালাস ৩

মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।
শনিবার (১৭ মে) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখ ছিলেন শিশু আছিয়ার বড় বোনের শ্বশুর।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- শিশুটির বড় বোনের জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম। রায়ের সময় তারা সকলেই কারাগারে উপস্থিত ছিলেন।
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য
মামলার বিবরণে জানা যায়, এই আলোচিত মামলায় গত ১৩ এপ্রিল পুলিশ অভিযোগপত্র জমা দেয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। এরপর দ্রুততম সময়ে ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন। ছুটির দিন বাদে টানা শুনানি করে মাত্র ১২ কার্যদিবসে এই চাঞ্চল্যকর মামলার বিচারকাজ শেষ হয়।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়া মারা যায়।
এই ঘটনাটি প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। দ্রুত বিচার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আদালতের এই রায়ের মাধ্যমে মামলাটির আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
স্বাআলো/এস