বিনোদন

কেনোইবা ইফতার খাওয়াচ্ছেন, কেনোইবা আমার বদনাম করছেন: নিপুণ

| March 30, 2024

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। এরই মধ্যে সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল।

প্রতিদিন এফডিসিতে শিল্পী ও কলাকুশলীদের ইফতার করাচ্ছেন তারা। এদিকে নিপুণ আক্তারের দাবি ইফতার খাইয়ে তার নামে বদনাম করছে প্রতিপক্ষ।

মিশা-ডিপজলের বিপরীতে মাহমুদ কলি-নিপুণ সম্ভাব্য প্যানেল ঘোষণা করেন।

শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ

নিপুণ বলেন, যারা আজীবন সদস্য তারা নির্বাচন করতে পারবে না- এটার নিয়মও আছে। নিয়মটা হলো আজীবন সদস্য পদ বাতিল চেয়ে আবেদন করতে হবে এবং চাঁদা পরিশোধ করতে হয়। আমার সভাপতি প্রার্থী সেটা করেছেন।

নিপুণ আক্তারের নামে ‘গীবত’ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, নির্বাচন করতে গিয়ে আমি এখনো কোনো বাধা পাইনি। আমার গীবত গাওয়া ছাড়া অন্য কোনো বাধা আমি পাইনি। আমি দেখছি ইফতার খাওয়ায়ে খাওয়ায়ে আমার বদনাম করা হচ্ছে। কেনোইবা ইফতার খাওয়াচ্ছেন, আবার কেনোইবা আমার বদনাম করছেন?

অবশেষে সভাপতি খুঁজে পেলেন নিপুণ!

তিনি আরো বলেন, এফডিসির জন্য পুরা বিশ্ব আমাকে চেনে। আমি অনেক কিছু পেয়েছি। আমার মনে কোনো আক্ষেপ নেই। আমার কাছে মনে হয় এই নির্বাচনটা করা আমার খুব দরকার। কারণ শিল্পীদের স্বার্থ রক্ষা পায়।

স্বাআলো/এস

Shadhin Alo