যশোরে এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবিতে মারধরের সময় শাকিল খান নামে এক চাঁদাবাজকে ধরে গণধোলাইয়ের পরে পুলিশের দিয়েছে স্থানীয়রা।
সোমবার (৪ ডিসেম্বর) শহরের আরবপুর এলাকায় এই ঘটনার পরদিন কোতোয়ালী থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শেখ ইমরান।
মামলায় আটক শাকিলসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
বাদী শেখ ইমরান মামলায় বলেছেন, তিনি সদর উপজেলার খোলাডাঙ্গার বাসিন্দা। ধর্মতলা মোড়ে রাজা এন্টারপ্রাইজ নামে তার একটি রড ও সিমেন্টের দোকান আছে। তারা দীর্ঘদিন ধরে বাদীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। রাজি না হওয়ায় বাদীকে তারা হত্যার হুমকি দিয়ে আসছিলো। সোমবার আসামিরা বাদীর দোকানের সামনে আসে। এসময় পূর্বের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় পকেট থেকে চাঁকু বের করে বাদী শেখ ইমরানকে হত্যার চেষ্টা করে। ইমরানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অন্যরা পালিয়ে গেলেও শাকিলকে আটকের পর গণধোলাই দেয় স্থানীয়রা। এরপর পুলিশে খবর দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় আটক শাকিলের দেয়া তথ্যমতে তার সহযোগী অন্য আসামিদের নাম-ঠিকানা শনাক্ত করা হয়।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) আটক শাকিলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
স্বাআলো/এস