খুলনা বিভাগ

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

| December 26, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল, মদ, শাড়ি, কসমেটিক্স ও অবৈধ অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

এর মধ্যে সজিব হোসেন নামে একজন মাদক ব্যবসায়ী রয়েছে। সীমান্ত দিয়ে পারাপারের সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছেন যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম।

৪৯ বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বেনাপোল বিওপি, কাশিপুর বিওপি,আন্দুলিয়া বিওপি, ধান্যখোলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ী সহ সর্বমোট এগার লক্ষ টাকার ভারতীয় ফেন্সিডিল, মদ, শাড়ী, ও কসমেটিক্স আটক করা হয়েছে ।

অপর দিকে ধান্যখোলা বিওপি টহলদল কর্তৃক পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের কালে ১৬ জন বাংলাদেশিকে আটক করা হয়।

অধিনায়ক ও উপ অধিনায়ক আরো জানান সীমান্তে বিজিবি সব সময় সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে। কোনো রকম যেনো অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও চোরাচালান না হয়।

স্বাআলো/এস

Debu Mallick