খুলনা বিভাগ

বেনাপোলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ১৭

| May 26, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্টথানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ একজন, ২৪ পুরিয়া হেরোইনসহ একজন, সাজাভুক্ত আসামি দুইজন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ জনসহ ১৭ জন আসামিকে আটক করেছে পুলিশ।

আটক আসামিরা হলেন, বেনাপোল পোর্টথানার ধান্যখোলা গ্রামের আব্দুল সালাম (৪৭), কালু মিয়া (৩৫), রাজু আহম্মেদ (৩২), সুরুজ মিয়া (৫০), মনির, মোহাম্মদ সালাম (৪৭), মোহাম্মদ দেলোয়ার হোসনে দেলো (৩৫), মোহাম্মদ ইকবাল হোসেন (২১), মোহাম্মদ গোলাম রহমান খোকন (৪৫), মোহাম্মদ সুবহান (৪০), আলমগীর হোসেন (২৮), রেজওয়ান হোসেন (২১), মহিউদ্দিন হোসেন ময়না (২০), রকি, তাইজুল ইসলাম (২৫), সাগর হোসেন (২৪), সালাম (৪৬) উভয় থানা বেনাপোল।

রবিবার (২৬ মে) বেনাপোল পোর্টথানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদেরকে আটক করে পুলিশ।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick