শেখ হাসিনার নেতৃত্বেই এ দেশের উন্নয়ন সম্ভব: প্রাণিসম্পদমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছে আর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই এদেশের মানুষের উন্নয়নে সর্বদা কাজ করা সম্ভব হচ্ছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন, সারা বাংলাদেশ তথা দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা। বরিশাল থেকে কুয়াকাটা যেতে একটা সময় সাতটি ফেরীতে যাতায়াত করতে হতো আর তখন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগতো। কিন্তু শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় এখন খুব অল্প সময়ের মধ্যেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়। পটুয়াখালী এখন আর খালি নয় এখানের রাস্তা ঘাট দেখলে মনে হয় সিঙ্গাপুরে এসেছি। রাতেই দৃশ্য দেখলে আরো সুন্দর লাগে। এছাড়া পটুয়াখালীতে পায়রা বন্দর, ইপিজেডসহ বেশ কয়েকটি বড় বড় উন্নয়নমূলক প্রকল্প চালু রয়েছে এবং যার ফলে এই এলাকার মানুষের জীবন যাত্রার মান বেড়ে গেছে। শেখ হাসিনা সরকারই একমাত্র গবিব, দুঃখী ও অসহায় মানুষদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়ে যাচ্ছে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বসবাসের সুবিধার্থে শেখ হাসিনার পক্ষ থেকে বীর নিবাস তৈরি করা, সরকারি ভাবে চিকিৎসা, মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি করাসহ নানান সুবিধা দেয়া সম্ভব হয়েছে। যা এর আগে কোনো সরকার করেনি।

তিনি আরো বলেন, বিএনপি শুধু আগুন সন্ত্রাস করতে পারে তারা মানুষের উন্নয়নে কোনো দিন কাজ করেনি। বর্তমানে তারা বিদেশি নেতাদের দিয়ে তদবির করে যাচ্ছে নির্বাচন বানচাল করার লক্ষ্যে। তবে কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না। এছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে আওয়ামী লীগের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ এবং শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যায়ে জিওবির অর্থায়নে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে
নির্মিত হয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমেদ মাঈনুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড হাফিজুর রহমান হাফিজ, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাআলো/এসএস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র...

যশোরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে...

ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে...

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

রোদের দাপটে গরমের অনুভূতি বাড়ার সম্ভাবনার পাশাপশি সারাদেশে বজ্রসহ...