বেনাপালে ১০ কোটি টাকার ডায়মন্ডসহ আটক ১

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অভিযানে পাঁচভূলট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বদিপাড়া রাস্তার পার্শ্ব থেকে ২১০ গ্রাম ডায়মন্ডসহ হাফিজুর রহমান নামে এক পাচারকারীকে আটক করেছে।

যার,মূল্য ৯ কোটি ৬০ লাখ পাঁচ হাজার ৭০ টাকা এবং ব্যাটারিচালিত ভ্যানের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

বুধবার ডায়মন্ডসহ তাকে আটক করা হয়।সে যশোর জেলার শার্শা থানার পাচভূলেট গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি থেকে জানান, ২৯ জানুয়ারি খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধিনায়ক, বিএ-৬৫৫৩ লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্সের সার্বিক দিক নির্দেশনায় পাঁচভূলট বিওপির টহল দল কর্তৃক ডায়মন্ডের আংটি সাতটি, পায়েল দুইটি, বেচলেট একটি, বালা তিনটি ও নাকফুল ১২টিসহ একজন আসামি এবংিএকটি ব্যাটারি চালিতভ্যান আটক করে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পাঁচভূলট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় পাঁচভূলট বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভূলট গ্রামস্থ বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়।

এ সময় পাঁচভূলট অভিমূখে ব্যাটারী চালিত ভ্যানযোগে এক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে হাফিজুরকে (৫৩) আটক করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কোমরে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের আংটি সাতটি, পায়েল দুইটি, বেচলেট একটি, বালা তিনটি ও নাকফুল ১২টি এবং একটি ব্যাটারিচালিত ভ্যান আটক করে।

ডায়মন্ড জুয়েলারী ভারত হতে বাংলাদেশে পাচারের জন্য অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উক্ত ডায়মন্ড জুয়েলারী ট্রেজারী অফিস, যশোর এবং ভ্যানসহ আসামি শার্শা থানায় হস্থান্তর করা হয়।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় আসাদুল (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ...

নদী ভাঙন রোধ ও রেগুলেটর চালুর দাবিতে কোম্পানীগঞ্জে হাজারো মানুষের মানববন্ধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বামনী...