দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও।
এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব থাকেন এ অভিনেত্রী। ফেসবুকে দেওয়া নানা স্ট্যাটাসের কারণে প্রায়ই শিরোনাম হয়ে থাকেন সংবামাধ্যমের।
রবিবার (৩ নভেম্বর) তার ফেসবুকে দেখা গেলো হতাশার কথা। আর এই লেখা দেখে অনেক নেটনাগরিকরা ধরে নিয়েছেন ফেসবুক পোস্টটি আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রসঙ্গে। সম্প্রতি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনে বাধার মুখে পড়েন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ।
শবনম ফারিয়া তার স্ট্যাটাসে লেখেন,অনেক বড় গলায় অনেক কথা বলসিলাম! বন্ধু বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করসিলাম, বলসিলো দেখিস! দেখতেসি! হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা।
স্বাআলো/এস
