Uncategorized

পটুয়াখালীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

| October 13, 2024

জেলা প্রতিনিধি, পুটয়াখালী: ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মোস্তফা মোহসীন, পুলিশ পরিদর্শক (ক্রাইম) মেহেদী হাসান, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক প্রতিনিধি জাকির হোসেন, জেলা বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাই, জাগো নারীর ম্যানেজার কৃষিবিদ মনিরুজ্জামান প্রিন্সসহ অন্যান্যরা।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্টে, স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত।

স্বাআলো/এস

Debu Mallick