আন্তজাতিক ডেস্ক: তেল ও গ্যাসের সাতটি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। গত সোমবার দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এ ঘোষণা দেন।
আবদুল আজিজ বিন সালমান বলেন, রাষ্ট্রীয় তেল গ্রুপ সৌদি আরামকো দুইটি অপ্রচলিত তেলক্ষেত্র, হালকা আরবীয় তেলের একটি জলাধার, দুইটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুইটি প্রাকৃতিক গ্যাস জলাধার আবিষ্কার করেছে।
এর মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশে দুটি অপ্রচলিত তেলক্ষেত্র এবং একটি ভান্ডার খুঁজে পাওয়া গেছে বলে জানান তিনি। এছাড়া এম্পটি কোয়ার্টারে দুইটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং দুটি ভান্ডার পাওয়া গেছে বলে জানান সৌদি জ্বালানিমন্ত্রী।
বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রফতানিকারক দেশ সৌদি আরব। দেশটি পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক-এর অন্যতম সদস্য।
এর আগে গত বছরের ডিসেম্বরে দেশটি মক্কা অঞ্চলে সোনার খনি আবিষ্কারের ঘোষণা দেয়। তারও আগে ২০২২ সালে মদিনা শহরে সোনা এবং তামার খনি আবিষ্কার করেছে সৌদি।
স্বাআলো/এস/বি