জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সভা কক্ষে এসিপি কনসোটিয়ামের সহযোগীতায় সংস্থার আয়োজনে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার একতা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুর প্রথম স্কুল হচ্ছে তার পরিবার। শিশুকে মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে অভিভাবকের দায়িত্ব অপরিসীম। কিশোর গ্যাং আমাদের সন্তানদের অন্ধকার জগতে নিয়ে যাচ্ছে। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কি করছে, অভিভাবক হিসেবে খোঁজ রাখা আমাদের সকলের দায়িত্ব।
চুয়াডাঙ্গায় এমপি ছেলুনের বোনের মৃত্যুতে পৌর আওয়ামী লীগ শোকাহত
তিনি বলন, মসজিদে যাওয়ার সময় সন্তানকে সেখানে নিয়ে যান। সমাজের ভালোভালো কাজে তাকে সঙ্গে করে নিয়ে যাবেন এবং উৎসাহ দেবেন। দেখবেন ভালো কাজগুলো দেখতে দেখতে সেও একটা সময় ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। বাংলাদেশের জনসংখ্যা দিনদিন বৃদ্ধিপাচ্ছে, তাই আমাদের এখনো উচিৎ এই জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তরিত করা যায় সেটা নিয়ে কাজ করা। তিনি আরা বলেন কিশোর গ্যাং যাদেরকে নিয়ে তৈরি হয় তাদের মধ্যে কেউ আপনার ভাই, কেউ বা আপনার সন্তান। তাই এই কিশোর গ্যাং প্রতিরোধে পরিবারের ভূমিকা অপরিসীম। কিশোর গ্যাং প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আজকের কিশোর আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই কিশোরী আগামী দিনে এই দেশ পরিচালনা করবে। তাই এই কিশোরকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমার, আপনার, পরিবার এবং এই সমাজের। সুশীল সমাজ একটু এগিয়ে আসলে দেখবেন এই কিশোর গ্যাং একদিন থাকবেনা। প্রশাসন সব সময় এই কিশোর গ্যাং প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আপনারা যদি কোথাও কিশোর গ্যাংয়ের উৎপাত দেখেন তাহলে আমাদেরকে তথ্য দিয়ে জানান। তাদের আইনে আওতায় আনা হবে।
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদফতরের অভিযান, মিষ্টির দোকানে জরিমানা
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সোশ্যাল সাপোর্ট গ্রুপের আহবায়ক অধ্যক্ষ শাহ্জাহান আলী বিশ্বাস, ব্র্যাক জেলা সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, খাদিমপুর যুব প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন শাহ প্রমুখ। অনুষ্ঠানটির সহযোগীতায় ছিলেন আসাদুজ্জামান, মহিবুল হাবীব, হামিদুল ইসলাম ও আব্দুর রহমান।
স্বাআলো/এস