Uncategorized

নড়াইলে নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা

| November 25, 2023

নড়াইলে নবাগত পুলিশ সুপার মেহেদী হাসানের সাথে জেলার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হযেছে।

শনিবার (২৫ নভেম্বর) জেলা পুলিশ, নড়াইলের আয়োজনে নড়াইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মেহেদী হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মেহেদী হাসানকে নড়াইল প্রেসক্লাবসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় ।

সভায় নবাগত পুলিশ সুপার মেহেদী হাসান সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং নড়াইল জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সাথে নিয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের পক্ষ থেকেও জেলা পুলিশকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

এছাড়াও পুলিশ সুপার আরো বলেন, আমরা এখন নির্বাচন কমিশনের আওতায়, তাদের নির্দেশ মতো আমাদের চলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলায় কোনো প্রকার আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়েও সাংবাদিকদের কাছে সকল প্রকার সহযোগিতা চান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, তারেক আল মেহেদী ও দোলন মিয়াসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সদস্য, জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply