জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে ‘অনাবাদি পতিতজমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন’ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সদর উপজেলায় বরাদ্দকৃত ২২৫টি পরিবারের মধ্যে উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদফতর চত্বরে এ প্রকল্পের আওতায় প্রত্যেকটি কৃষক পরিবারকে ২১ প্রকারের শাকসবজির ও মসলা বীজ দেয়া হয়। বীজ সংরক্ষণের জন্য একটি উন্নতমানের প্লাস্টিকের পাত্র দেয়া হয়। ছয় প্রকারের ফল গাছ যার মধ্যে একটি লেবু, একটি বাতাবি লেবু, একটি পেপে, একটি পেয়ারা, একটি কুল ও একটি কদবেলের চারা দেয়া হয় এবং বাগান ঘেরার জন্য একটি নেট ও পানি দেয়ার জন্য ঝাজরি দেয়া হয়। জৈবিক উপায় সবজি উৎপাদনের জন্য এক বস্তা করে উন্নত মানের জৈব সার দেয়া হয়।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর, নড়াইল এর আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ জাহিদুল ইসলাম বিশ্বাস। সদর উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ রোকনুজ্জামান, এর সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সৌরভ দেবনাথসহ সরকারি কর্মকর্তা, উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস