জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার ছাত্র-ছাত্রীদের দুই দিনব্যাপী ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া দাবা এবং কাবাডি প্রতিযোগিতা সদর উপজেলা পর্যায় অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে মঙ্গলবার সদর উপজেলা পরিষদের বাধঁনহারা হলরুমে দুইদিনব্যাপী ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া দাবা-কাবাডি এবং সাতাঁর প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাক আরা জামান ঊর্মি।
এসময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন খান, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, খেলা পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কাবাডি বালক লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যা নিকেতন এবং বালিকা আব্দুল হাই বিদ্যা নিকেতন চ্যাম্পিয়ন হয়েছে।
চ্যাম্পিয়ন দল এবং সাতাঁর প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তারা আগামী ১৫ অক্টোবর ডিসি স্কয়ার মাঠে জেলা পর্য়ায় খেলায় অংশ গ্রহণ করবে।
স্বাআলো/এস