কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী সাবেক এক শিক্ষার্থীর উদ্যোগে মঙ্গলবার (৮ অক্টোবর) কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ৬১ জন পরিবারের সদস্যদের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ এবং ১৪ জন শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
একাদশ-৫, দ্বাদশ-২, দশম-২, নবম-২, ষষ্ঠ-১, সপ্তম-১, অষ্টম -১।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌরসভার বালিয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক, সহকারী অধ্যাপক আবু তালেব, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক আবুল হাসান, শিক্ষক আসাদুজ্জামান বাচ্চু, মাহাববুর রহমান টুলু, হাবিবুর রহমান, আব্দুল আহাদ, ফারুক আহম্মেদ রুবেল, প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য শাহীনুর রহমান ও জাকির হোসেন প্রমুখ।
স্বাআলো/এস