মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল চেকপোস্ট বাজারের ব্যবসায়ী মরহুম মজনুর রহমান, মরহুম আব্বাস আলী, মরহুম শাহাজান মোল্লা ও মরহুম আকাশ হোসেনের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার বিকালে চেকপোস্ট বাজারে দোয়া অনুষ্ঠান করা হয়।
দোয়া মাহফিলের আয়োজন করেন চেকপোস্ট বাজার কমিটি।
দোয়া মাহফিল পরিচালনা করেন চেকপোস্ট রিকশা স্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির উপদেষ্টা গিয়াস উদ্দিন, সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মিলন হোসেনসহ বাজার কমিটি সকল সদস্য ও ব্যবসায়ীবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনরা। মৃত চারজন ব্যবসায়ীর দোয়া মাহফিল অনুষ্ঠান করায় সাধারণ ব্যবসায়ীরা বাজার কমিটিকে ধন্যবাদ জানান।
স্বাআলো/এস