Uncategorized

নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

| May 20, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ মে) নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মাদ সাইফুল আলম এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, মাগুরার মোহাম্মদপুর উপজেলার যশোমন্তপুর গ্রামের লিন্টু মিয়া (৩৬) ও একই উপজেলার উথালী গ্রামের নাজমুল হুদা (৪৪)।

নড়াইলে নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা আদালতে উপস্থিত থাকলেও লিন্টু মিয়া পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ ডিসেম্বর নড়াইল-যশোর সড়কে সদরের সীতারামপুর থেকে পুলিশ একটি মোটরসাইকেল তল্লাশিকালে লিন্টুর কাছে তিন কেজি ওজনের তরল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণীত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।

নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Debu Mallick