যশোরে ২২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

| November 27, 2023

যশোরের বেনাপোল থেকে ২২ বোতল বিদেশী মদসহ আব্দুল বারিক (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৬ নভেম্বর) বেনাপোলের বড়আঁচড়া থেকে তাকে আটক করা হয়।

আব্দুল বারিক শার্শা থানার অগ্রভুলোট গ্রামের বাসিন্দা।

ডিবি অফিস থেকে জানান, রবিবার ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়ার সেলিমের বাঁশ বাগানের ভিতর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল বারিককে (২০) ২২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করেন। যার বাজার মূল্য এক লাখ ১০ হাজার টাকা।

স্বাআলো/এস

Leave a Reply