হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার (৩ জুলাই) র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম (সিনিয়র এএসপি) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ওই উপজেলার ধুবনী এলাকার আনিছুর রহমান (২৪) এবং দক্ষিণ পারুলিয়া এলাকার আলি আকবর (১৮)।
র্যাব জানায়, গোপন সংবাদে মঙ্গলবার রাতে উপজেলার পটিকাপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের অন্তর্গত পারুলিয়া স্কুল অ্যান্ড কলেজের পাশে হাতীবান্ধা থেকে ভোটমারীগামী পাঁকা রাস্তার অভিযান চালায় একটি আভিযানিক দল। সে সময় তল্লাশি চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম (সিনিয়র এএসপি) জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এস