জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম মোল্যা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) রাতে খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রফিকুল ইসলাম নড়াইল সদর উপজেলার চোরখালি গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানা পুলিশ খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া বাজারে অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলামকে একটি ব্যাগসহ গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
পিএসসির ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গ্রেফতার ১৭ জনের বিরুদ্ধে মামলা
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আসামি মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে আজ বুধবার (১০ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস/বি